ছাত্রলীগ নিয়ন্ত্রণ করুন, নতুবা ‘গদি’ ছাড়ার কারণ হবে: নুর

  © ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র্র্রীয় ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) নুরুল হক নুর। তা নাহলে ছাত্রলীগ সকারের গদি ছাড়ানোর কারণ হবে বলে তিনি মন্তব্য করেছেন।

বৃহস্প্রতিবার সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলে শিবির সন্দেহে চার শিক্ষার্থীকে নির্যাতনের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় সন্ত্রাস বিরোধী রাজুর ভাস্কর্যে তিনি এই মন্তব্য করেন।

এসময় ভিপি নুরুল হক নুর বলেন, ‘নির্যাতনের ঘটনা নতুন নয়,ডাকসুতে হামলা হয়েছে, বুয়েটে হামলা হয়েছে। শিক্ষার পরিবেশ নষ্ট করছে একটি পেটুয়া বাহিনী। যদি আমরা প্রতিরোধ না করি তাহলে নিরাপদ ক্যাম্পাস পাব না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। ঐক্যবদ্ধ হলে কোন কিছু আদায় করা যাবে। সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে যে এক ধরনের গণসচেতনতা তৈরি হয়েছে তা আপনারা দাবায়ে রাখতে পারবেন না। যদি ছাত্রলীগকে নিয়ন্ত্রন করতে না পারেন তাহলে ছাত্রলীগ আপনাদের গদি ছাড়ার কারন হবে।’

বিভিন্ন ঘটনায় গঠিত তদন্ত কমিটির বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় অসংখ্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি গুলোর দৃশ্যমান পদক্ষেপ আমরা কখনো দেখিনি। কোন নির্যাতনের ঘটনা ঘটলে একটি তৎক্ষনাৎ তদন্ত কমিটি গঠন করা হয় যেন আন্দোলনরত শিক্ষার্থীরা নিশ্চুপ হয়ে যায়। এর পরে সেই তদন্ত কমিটির কোন কাজ আমরা দেখি না।’


সর্বশেষ সংবাদ