ঢাবিতে সহাবস্থান নিশ্চিতে সাদ্দামের প্রতি মাহসা ইউনিভার্সিটির ভিপির আহ্বান

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরণের রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসানকে ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় মাহসা ইউনিভার্সিটির সহ-সভাপতি (ভিপি) বাংলাদেশী শিক্ষার্থী বশির ইবনে জাফর। রবিবার দুপুরে ডাকসু ভবনের এজিএসের কক্ষে এক সৌজন্য সাক্ষাতে দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন তারা। এসময় সাদ্দামকে ভিপি বশির ইবনে জাফর এ আহ্বান জানান।

জনা যায়, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা) মহানগর পূর্বের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন বশির ইবনে জাফর। মাহসা বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগে অধ্যয়নরত বশির ইবনে জাফরের বাড়ি কিশোরগঞ্জের শোলাকিয়ায়। কওমি মাদরাসা ও কলেজে পড়াশোনার পাশাপাশি তিনি একজন কোরআনের হাফেজও। রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর স্কলারশিপে মালয়েশিয়ায় পড়াশোনার করতে আসেন বশির। ২০২০ সেশনে মাহসা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হন বশির ইবনে জাফর। সম্প্রতি ছুটিতে তিনি দেশে আসেন।

রবিবার ইশার নেতাকর্মীদের নিয়ে ঢাবি ক্যাম্পাসে আসেন বশির ইবনে জাফর। তিনি সাদ্দামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রাশেদ খাঁন ও ফারুক হাসান এবং ইসলামী ছাত্র আন্দোলনের (ইশা) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।  

সাদ্দামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়য়ে ভিপি বশির ইবনে জাফর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুপুর দুইটার দিকে সাদ্দাম ভাইয়ের সাথে দেখা করি। তিনি আমাকে আমার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আমি তাকে আহ্বান জানিয়েছি, ঢাবি ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর যাতে সহবস্থান থাকে এবং সব দলকে যাতে সমান সুযোগ দেয়া হয়, সেই ভূমিকা যাতে তিনি রাখেন।

তিনি বলেন, ক্যাম্পাসে যদি সম্প্রীতির রাজনীতি বিরাজে করে তাহলে সারাদেশে সম্প্রীতির রাজনীতি চালু হবে। তবে তিনি আমাকে জানিয়েছেন, তিনি ডাকসুর জায়গা থেকে যতটুকু করার তিনি করবেন। এসময় বশির ইবনে জাফরের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের (ইশা) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসুর মতো স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল (এসআরসি) নির্বাচনের আয়োজন করা হয়। স্থানীয় শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্ট পদটি সংরক্ষিত রেখে বাকি আরও আটটি পদ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই এসআরসি নির্বাচনের আয়োজন করে।


সর্বশেষ সংবাদ