সিফাতের ভাইরাল হওয়া ছবিগুলো ফানি ভিডিওর স্ক্রিনশট (ভিডিও)

  © সংগৃহীত

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মী সালেহ উদ্দিন সিফাতের কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা ছবিগুলো শেয়ার করে দাবি করেছেন, ‘ছুঁরি হাতে কেমন বর্বর পৈশাচিকভাবে আক্রমণ করছে’।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স ছবিগুলো ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘মুখোশ উন্মোচন। এই হলো নুরুর চেলা সিফাত, ছাত্রশিবির, অর্থ সম্পাদক, নারায়নগঞ্জ জেলা শাখা। সংযুক্ত ছবিগুলোতে লক্ষ করুন, চাপাতি হাতে, দেশিয় অস্ত্র হাতে, ছুরি হাতে কেমন বর্বর পৌশাচিক আক্রমন চালাচ্ছে। একবার ভাবুন তো এই সন্ত্রাসীরা ক্ষমতা পেলে কি করতে পাড়ে?...

তারপরও কি মনে হয় নুরু নিরপেক্ষ? নুরু বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামছে, নুরুর আশেপাশে যারা থাকে, এর ৯৯ শতাংশ সক্রিয় ছাত্রশিবির-ছাত্রদলের কর্মী। এদের সকলকে রুখে দাড়ান, জনসাধারণ কে সচেতন করুন।’

তবে ছবিগুলো একটি ফানি ভিডিওর স্ক্রিনশট ছিলো বলে দাবি করেছেন সিফাত। ভিডিওটিও সেরবরাহ করেছেন তিনি। সিফাত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন,  ‘ছবির ওই ছুঁরিটা একটা চোপিং নাইফ‍। আমরা রমজানে একটা ইফতার পার্টি করছিলাম। রান্নার দায়িত্ব আমাদের কয়েকজনের উপর ছিল। তখন মজা করে এই ভিডিও বানাইছিলাম। আর এরা আমাকে কি বানিয়ে দিল?’

তিনি বলেন, ‘আর লাঠি হাতে উঠছিলাম চন্দ্রনাথ পাহাড়ে। ওটা দিয়া বললো আমি লাঠিয়াল? চন্দ্রনাথ পাহাড়ে গেলে হয়ত বুঝতো। ওঠার সময় ২০ টাকা দিয়ে এই লাঠি কিনেছিলাম। সবাই গ্রুপ ফটো তুলছিলাম।’

তিনি বলেন, ‘এত অযৌক্তিক কথাবার্তা বলতে পারে ওরা, তা জানা ছিলনা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস আর সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এগুলো করার কারণ হচ্ছে, ইস্যু ঘুরানোর জন্য। আসল ব্যাপারটা ঢাকার জন্য এই কাহিনী করছে।’

সিফাত আরো বলেন, যদি ভবিষ্যতেও এমন মিথ্যা প্রচারণা না থামে তবে আমি আইনি পদক্ষেপ নিব।


সর্বশেষ সংবাদ