‘খো খো’ ইভেন্টে রৌপ্য পেল ঢাবির জেরেট বম ও ভানরামলম বম

  © টিডিসি ফটো

সাউথ এশিয়ান (এসএ) গেমস-এ রৌপ্য জয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীরা। ‘খো খো’ ইভেন্টে বাংলাদেশকে এ অনন্য সম্মান এনে দিয়েছেন তারা।

রৌপ্য জয়কারী এ দুই শিক্ষার্থী হলেন- জেরেট বম এবং ভানরামলম বম। এদের মধ্যে জেরেট বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। আর ভানরামলম প্রিন্ট মেকিং বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

জেরেট বম

এর মধ্য দিয়ে ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’খ্যাত এই আন্তর্জাতিক ইভেন্টে পুরস্কার লাভকারীদের তালিকায় স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এর আগে বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছেন বিশ্ববিদ্যালয়েল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাস্টার্সের শিক্ষার্থী সুর কৃষ্ণ চাকমা।

জানা গেছে, দেশকে বিরল সম্মান এনে দেয়ায় এ জাতীয় বীরদের সম্মাননা প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ (ডাকসু)। ১৬ ডিসেম্বরের পরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মানীত করেবে ডাকসু।

ভানরামলম বম

 

এ বিষয়টি নিশ্চিত করে ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর বলেন, এ বিশ্ববিদ্যালয় তথা গোটা দেশের জন্য তারা সম্মান বয়ে এনেছেন।আগামী ১৬ ডিসেম্বরের প্রোগ্রাম শেষ হলে পরবর্তীতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের সংবর্ধনা প্রদান করবো।


সর্বশেষ সংবাদ