ঢাবির সমাবর্তনে নিম্নমানের ব্যাগ, ময়লা গাউন ও ছেঁড়া হ্যাট!

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ৫২তম সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থীদের দেয়া উপহার সামগ্রী ও সমাবর্তনের পরিচ্ছদ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সমাবর্তনের ঠিক আগের মুহূর্তে দেয়া এসব সামগ্রী নিয়ে অভিযোগ তুলেছেন গ্রাজুয়েটরা।

নিম্নমানের উপহার, ব্যাগ ও পার্টস, ছেঁড়া হ্যাট, ময়লাযুক্ত গাউন দেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। ভালবাসার ক্যাম্পাস থেকে বিদায়ী মুহূর্তে নিম্নমানের সামগ্রীতে ক্ষোভ প্রকােশ করেছেন তারা। গত বছর বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনেও নিম্নমানের সামগ্রী প্রদান নিয়ে এমন অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের কোনো সত্যতা নেই বলে দাবি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছেঁড়া হ্যাটে সমাবর্তন প্রত্যাশী শিক্ষার্থী

 

সমাবর্তনের সামগ্রী নিয়ে অভিযোগ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সমাবর্তন মানে বিদায়ী মুহূর্ত। আনুষ্ঠানিক বিদায়। বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন শেষে মূল সনদপত্র দেয়া হয় এই সমাবর্তনের মাধ্যমে। কিন্তু এবারের আনুষ্ঠানিক বিদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সমাবর্তন উপলক্ষে যে উপহার দিয়েছে তা অন্যান্য বছরের তুলনায় খুবই নিম্নমানের। শুধু উপহার নয় অনেক হ্যাট ছেঁড়া, অনেক গাউন ময়লাযুক্ত ও ছেঁড়া। যার ফলে অনেক শিক্ষার্থী ছেঁড়া গাউন নিজ উদ্যোগে সেলাই করছে আবার অনেকে বদলিয়ে নিয়ে আসছেন। সমাবর্তনের মত বিদায়ী অনুষ্ঠানেও এমন উপহার ও ময়লাযুক্ত গাউন শিক্ষার্থীদের মর্মাহত করছে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে তানবীর হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘সমাবর্তন উপলক্ষে যে গিফট দেওয়া হয়েছে তা অন্যান্য বছরের তুলনায় নিম্নমানের। অনেক গাউন ময়লায় ভরপুর। আমি অনেককে দেখেছি দুই তিনবার গাউন পরিবর্তন করতে।’

নিম্নমান ব্যাগ প্রদানের অভিযোগ

 

রায়হান সরকার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমি আজ সকালে গাউন নিয়েছি। বাসায় গিয়ে দেখি গাউন ছিঁড়া এবং অনেক সুতা বের হয়ে গেছে তখন আমি বসে ক্যাচি দিয়ে সুতাগুলো কেটেছি। আমি মনে করি এগুলো আরো উন্নত হওয়া উচিত ছিল। এই গাউন যে কত বছর ধরে ব্যবহার হচ্ছে আল্লাহই ভালো জানেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, যে ব্যাগগুলো দেয়া হয়েছে তার সেলাইগুলো খুবই সাধারণ। মনে হচ্ছে এই ছিঁড়ে যাবে।

তবে, বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘গিফট নিম্নমানের নয়। আমাকে অনেকে বলেছে গিফট অনেক ভাল হয়েছে। গাউনও ময়লাযুক্ত নয়।’

প্রসঙ্গত, আগামী ০৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত ও অধিভুক্ত কলেজ এবং ইনস্টিটিউটের ২০ হাজারের বেশি গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। এ সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পদার্থে নোবেল বিজয়ী জাপানের তাকাকি কাজিতা।


সর্বশেষ সংবাদ