চারুকলার বকুলতলায় নবান্ন উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় দিনব্যাপী নবান্ন উৎসব শুরু হয়েছে। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ- এর উদ্যোগে শনিবার সকাল সোয়া সাতটায় আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হয়।

সকাল সোয়া সাতটায় যন্ত্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর আয়োজকদের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় র‌্যালিটি টিএসসি ঘুরে অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়।

সকালে নবান্ন কথন পর্বে প্রধান অতিথি ছিলেন বরেণ্য নাট্যজন ফেরদৌসী মজুমদার। এতে বক্তব্য রাখেন নবান্নোৎসব উৎসব পর্ষদের যুগ আহ্বায়ক নাঈম হাসান সুজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবান্নোৎসব পর্ষদের চেয়ারপার্সন বরেণ্য নৃত্যশিল্পী লায়লা হাসান ।

এরপর শুরু হয় এক সঙ্গীতানুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন সালমা আকবর , শারমিন সাথী ময়না, বিমান চন্দ্র বিশ্বাস , তানভীর সজীব , মাহজাবিন রহমান শাওলী ও জয়ন্ত। পরে দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যজন, নটরাজ, স্পন্দন , ধৃতি নর্তনালয় ও নন্দনকলা কেন্দ্র । একক আবৃত্তি পরিবেশন করবেন বেলায়েত হোসেন ও নায়লা তারাননুম চৌধুরী কাকলি । দলীয় সঙ্গীত পরিবেশন করবে উদীচী , বহ্নিশিখা , সত্যেন সেন শিল্পীগোষ্ঠী , বুলবুল ললিতকলা একাডেমি ওয়াইজঘাট  ও সুরতীর্থ ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৪ টায়। দ্বিতীয় পর্বে দলীয় সঙ্গীতে অংশগ্রহণ করবে সুরবিহার (শিশু-কিশোর), স্বপ্নবীনা (শিশু-কিশোর), মন্দিরা ( শিশু - কিশোর ), প্রার্থনা (শিশু-কিশোর), ঢাকা স্বরকল্পন (শিশু-কিশোর),  কিশলয় কচি- কাঁচার মেলা দনিয়া, সমস্বর, স্ব- ভূমি লেখক শিল্পীকেন্দ্র, পঞ্চভাস্কর, দৃষ্টি, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, সংস্কৃতি মঞ্চ  ও পঞ্চায়েত।

দলীয় নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস্, নান্দনিক নৃত্য সম্প্রদায়, দিব্য, নৃত্যালোক, বকুল নৃত্যালয়, নৃত্যমঞ্চ ও স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র ।

একক আবৃত্তিতে অংশগ্রহণ করবেন ইকবাল খোরশেদ জাফর, রফিকুল ইসলাম, রেজিনা ওয়ালী লীনা, ড . শাহাদাৎ হোসেন নিপু, ফয়জুল আলম পাপ্পু, মাসকুর এ সাত্তার কল্লোল, মাহমুদা আখতার, তামান্না তিথি, মাসুম আজিজুল বাসার, মাহমুদুজ্জামান মাসুদ, নজরুল কবির ও বিপ্লব রায়হান ।

একক সঙ্গীতে অংশগ্রহণ করবেন শ্যামল পাল, চম্পা বণিক, সর্দার রহমত উল্লাহ, খগেন্দ্রনাথ সরকার, আবু বকর সিদ্দিক, অনিমা মুক্তি গোমেজ, মহাদেব ঘোষ, তামান্না নিগার তুলি, আব্দুল হালিম , সঞ্জয় কবিরাজ , অনিকেত আচার্য , আবিদা রহমান সেতু , সমর বড়ুয়া , আরিফ রহমান , সুরাইয়া পারভীন, রবিউল, রত্না সরকার, শ্রাবণী গুহ রায়, মারুফ হোসেন, দেবু প্রসাদ দা, নবনীতা জাইদ চৌধুরী, দেবু প্রসাদ, ফেরদৌসী কাকলি, মিরা মন্ডল, এস.এম মেজবাউদ্দিন, আতাউর রহমান ও আসিফ ইকবাল সৌরভ। দলীয় আবৃত্তিতে অংশগ্রহণ করবেন মুক্তধারা সংস্কৃতি ও আবত্তি চর্চা কেন্দ্র ।


সর্বশেষ সংবাদ