ঢাবির মানববিদ্যা গবেষণা কেন্দ্রের সেমিনার বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের সেমিনার বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের মমতাজুর রহমান সভাকক্ষে (কক্ষ ন. ৪৩৪) তা অনুষ্ঠিত হবে।

এবারের সেমিনারের বিষয় নির্ধারণ করা হয়েছে “শিল্প ও নান্দনিকতা: নন্দনতাত্ত্বিক পর্যালোচনায় সাম্প্রতিক বাংলাদেশ”।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বেগম আখতার কামালের সভাপতিত্বে এবং এতে বক্তা হিসেবে থাকবেন দর্শন বিভাগের প্রভাষক বেল্লাল আহমেদ ভূঞা। উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এম মতিউর রহমানের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে থাকবেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনিরা সুলতানা।

এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে উপস্থিত থাকবেন।


সর্বশেষ সংবাদ