ঢাবিতে ৩ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

  © টিডিসি ফটো

তিন দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে “রিডিউসিং গ্লোবাল ইনইকুয়ালিটিজ বাই বলস্টারিং ট্রেড ডেভেলপমেন্ট” শীর্ষক এ সম্মেলন শুরু হয়।

শনিবার (১২ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

ঢাকা ইউনিভার্সিটি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স-এর মহাসচিব চৌধুরী মুজাদ্দিদ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনআইডিও’র প্রতিনিধি ড. জাকি উজ জামান, ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মামুন মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষা, গবেষণা, ব্যবসা-বাণিজ্যসহ সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনে কার্যকর ভূমিকা পালনের জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের প্রযুক্তি বিযয়ে দক্ষতা অর্জন করতে হবে। বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে তিনি তারুণ্যের শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫শ’ শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী এ সম্মেলন আগামী সোমবার শেষ হবে।


সর্বশেষ সংবাদ