আবরার হত্যার প্রতিবাদে গণজমায়েতের ডাক দিলেন ভিপি নুর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গণজমায়েতের ডাক দিয়েছেন ডাকসু ভিপি নুরুলহক নুর।

নুর তার ফেসবুক পেজে লিখেছেন, ‘দুপুর বারোটায় টিএসসি এলাকায় আবরারের গায়েবানা জানাযা এবং গণজমায়েত। নিজ দায়িত্ব চলে আসুন।’

এদিকে, বুয়েট শিক্ষার্থী আবরারের হত্যাকারীদের ফাঁসিসহ আট দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। আবরারের খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘বুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এই মিছিল শুরু করেন তারা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে রয়েছে, আবরারের খুনিদের ফাঁসি দেওয়া, ৭২ ঘন্টার মধ্যে জড়িতদের স্থায়ী বহিষ্কার করা, মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে দিতে হবে, উপাচার্যকে ৫টার মধ্যে ক্যাম্পাসে আসতে হবে, আবাসিক হলে ভিন্ন মতাবলম্বীদের নির্যাতনে জড়িতদের বিচার করতে হবে, আগের ঘটনাগুলোয় জড়িতদের শাস্তি দিতে হবে, শের ই বাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার করতে হবে।


সর্বশেষ সংবাদ