রাব্বানীকে সরাতে প্রয়োজনে আদালতে যাব: নুর

নুর ও রাব্বানী
নুর ও রাব্বানী  © ফাইল ফটো

নানান বির্তকিত কর্মকান্ডের অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ হারানো গোলাম রাব্বানীকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে সরাতে প্রয়োজনে আদালতে যাবেন বলে জানিয়েছেন সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর৷ বুধবার ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে ডাকসু ভিপি বলেন, ‘গোলাম রাব্বানীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, নৈতিক স্খলনের জন্য তাকে সংগঠন থেকে পদচ্যুৎ করা হয়েছে৷ ছাত্রলীগ যেখানে এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশ্রয় দেয়ার প্রশ্নই উঠে না৷ আমরা তার পদত্যাগ চেয়েছি৷ ডাকসুর অন্যদের সঙ্গে কথা বলে তাকে (রাব্বানী) সরাতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেব, উপাচার্যকে মৌখিকভাবে জানিয়েছি৷’

এর আগে ডাকসু থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর পর নুরকে দাঁত ভাঙ্গা জবাব দেয়ার হুমকি দেন রাব্বানী। এ বিষয়ে নুর বলেন, দাঁত ভাঙ্গা জবাব দেবেন বলে তিনি উগ্র আচরণ করেছেন, উগ্র মানসিকতার পরিচয় দিয়েছেন৷ আমি কেন চুপ থাকব? অন্যায়-অনিয়ম দেখলে সেখানে ডাকসু থেকে চুপ থাকার প্রশ্নই উঠে না৷'

শোভন ও রাব্বানীকে অপসারণ করার পর যারা ছাত্রলীগের নেতৃত্বে এসেছেন তারা ডাকসুকে সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন ভিপি নুর৷

এ সময় শোভনের প্রশংসাও করেন ভিপি নুর। তিনি বলেন, মর্যাবান ব্যক্তি হওয়ায় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন সিনেট থেকে পদত্যাগ করেছেন। এটা ভালো উদ্যোগ। আশা করি, গোলাম রাব্বানীও তাকে (শোভন) অনুসরণ করবেন৷


সর্বশেষ সংবাদ