যে বুলেটে হাসিনা এতিম, সেটাতেই বিধবা খালেদা

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের  © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'যেই বুলেট শেখ হাসিনা, শেখ রেহানাকে এতিম করেছে, একই বুলেট বেগম জিয়া! আপনাকেও বিধবা করেছে। খুনকে খুন ডেকে আনে, হত্যা হত্যাকে ডেকে আনে। পরিণতি কী হয়েছে? আমরা জিয়াউর রহমানকে খুন করিনি। তাঁর আপন মানুষেরাই তাঁকে খুন করেছে। বঙ্গবন্ধুকে যেই পথে বিদায় দিয়েছিল বিশ্বাসঘাতকতা করে, সেই পথেই জিয়াউর রহমানকে বিদায় নিতে হয়েছে।'

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ২১শে আগস্টের গ্রেনেড হামলার স্বরণে বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, 'ইতিহাসের এসত্যকে কীভাবে অস্বীকার করবেন? আজকের এ প্রসঙ্গকে আমি বিচ্ছিন্নভাবে দেখি না। এ প্রসঙ্গকে আমি দেখি ১৫ আগস্টের বিশ্বাসঘাতকতার ধারাবাহিকতা। ১৫ আগস্টের ষড়যন্ত্রের ধারাবাহিকতা। ১৫ ই আগস্ট-২১ শে আগস্ট একই সূত্রে গাঁথা।'

১৫ ই আগস্টের ঘটনায় জিয়াউর রহমান এবং ২১ শে আগস্টের ঘটনার জন্য বিএনপিকে অভিযুক্ত করে কাদের বলেন, 'মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বারবার। এবং ২১ শে আহস্ট প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা।'

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, '২১ শে আগস্টের ঘটনায় সরাসরি জড়িত আপনারা, পরিকল্পনাকারী আপনারা, মাস্টার মাইন্ড আপনারা। হত্যা হত্যাকে ডেকে আনে। বঙ্গবন্ধু হত্যার খুনীদের যদি বিচার হতো তাহলে আরেকটা খুনী চক্র '৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করার দুঃসাহস পেতো বলে আমার বিশ্বাস হয় না।'

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দকে ইঙ্গিত করে কাদের বলেন, 'কী করে এড়াবেন এ সত্যকে?সে অলঙ্ঘনীয় দেয়াল তৈরি করেছেন আপনারা খুনীদের পুনর্বাসিত করে, পুরস্কৃত করে। সসম্মানে, নিরাপদে বিদেশে থাকতে দিয়ে। সেই অলঙ্ঘনীয় দেয়াল আপনারা আবার উচু করলেন ২১ শে আগস্টে। এ দেয়াল আরও উচু হলো। উচু থেকে আরও উচু হলো।'

১৫ আগস্টের হত্যাকাণ্ডকে পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ড উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন 'মার্ক এন্টোনির বক্তৃতায় উইলিয়াম শেক্সপিয়ার সিজারের হত্যাকাণ্ডকে পৃথিবীর সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড বলে উপস্থাপন করেছিলেন। সেই কবিতাটি আমি আগস্ট এলে বারবার পড়ি। বারবার মনে পরে, যদি আজ শেক্সপিয়ার বেঁচে থাকতেন, তাহলে পৃথিবীতে যতো রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তিনি নিশ্চই বলতেন '৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ড পৃথিবীর সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড।'

শহীদ জিয়াউর রহমানকে পলাশীর বিশ্বাসঘাতক উল্লেখ করে তিনি বলেন, 'আগস্ট মাস এলে আমাদের বেদনার অশ্রু ঝরে পরে। আগস্ট মাস এলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সে এক বিশ্বাসঘাতকতা! লোটাস বিশ্বাসঘাতকতা করেছে জুলিয়াস সিজারের সাথে, মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছে, জগৎ শেঠ, ইয়ার লতিফ বিশ্বাসঘাতকতা করেছে নবাব সিরাজ উদ দৌলার সাথে। দুনিয়ার ইতিহাস, বীরত্ব গাঁথার পাশাপাশি বিশ্বাসঘাতকতার আরেক নজির, পলাশীর সেই ইয়ার লতিফের মতো সেনাপতি জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছে খন্দকার মোশতাকের সহযোগীর মতো।'

তিনি আরও বলেন, 'কতো বড় বিশ্বাসঘাতক! বঙ্গবন্ধুর সেই খুনীদের যাতে বিচার না হয় সেজন্য সংবিধানে কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছে। অধ্যাদেশ জাড়ি করেছে, তারপর পঞ্চম সংশোধনী করেছে পাকাপুক্ত করার জন্য খুনীদের বিচার যাতে না হয়।'

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম।

এছাড়া, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন সহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ