ঈদের দিনে ঢাবি ক্যাম্পাস (ফটোফিচার)

আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঢাকা বিশ্ববিদ্যালয়েও উদযাপিত হয়েছে। সকালে ঈদের নামাজের পর কোরবানি দেয়া হয়েছে বিভিন্ন আবাসিক এলাকাতে। গত ৮ আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ঈদের ছুটি। তাই শিক্ষার্থীরা চলে গেছেন গ্রামের বাড়িতে। তবে শিক্ষক-কর্মকর্তাদের অনেকে ঈদ পালন করছেন ক্যাম্পাসে। এছাড়া কর্মচারীদেরও একটি অংশ কোরবানি দিছেন ক্যাম্পাসে। 

ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা না থাকায় চারিদিকে ছিল নিস্তব্ধ। কোন সাড়া শব্দ ছিল না। শিক্ষার্থীবিহীন ক্যাম্পাসে কেমন চলছে ঈদের আমেজ তা ঘুরে দেখেছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের ফরহাদ কাদের। এবং ঈদের দিনে ঢাবি ক্যাম্পাসকে ক্যামেরায় বন্দিও করেছেন।

 

শিক্ষকদের আবাসিক এলাকাতে কোরবানি

 

টিএসসিতে ছাত্রলীগের সভাপতি শোভনের তিনটি খাসি কোরবানি

 

শহিদুল্লাহ হলে কর্মচারিদের কোরবানি

 

হলে থেকে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় খাবার

 

ভিসি চত্বর একদম শূন্য

 

রোকেয়া হলের সামনের দৃশ্য

 

টিএসসি একদম ফাঁকা

 

হাজী মুহম্মদ মহসিন হলের সামনের রাস্তার দৃশ্য

 

ডেঙ্গুর কোন রোগী ভর্তি নেই। তবে খোলা আছে চিকিৎসাকেন্দ্র

 

কলাভবনের সামনের দৃশ্য

 

মলচত্বর ফাঁকা পড়ে রয়েছে

 

জিয়া হলও শিক্ষার্থী শূন্য

 

বিজয় একাত্তর হলের দৃশ্য

 

শহিদুল্লাহ হল

 

মোকররম ভবন

 

শামসুন্নাহার হল

 

কেন্দ্রীয় শহীদ মিনার

 

জহুরুল হক হল

 


সর্বশেষ সংবাদ