শেখ আব্দুর রহিমের পিএইচডি ডিগ্রি অর্জন

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্গত ম্যানেজমেন্ট বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন শেখ আব্দুর রহিম। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁর পিএইচডি’র অনুমোদন দেওয়া হয়। ‘Evaluation of Staffing Policies and Practices of Pharmaceutical Manufacturing Firms in Bangladesh’- এই বিষয়ে গবেষণার জন্য তিনি এ ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আতাউর রহমানের তত্বাবধানে ড.আব্দুর রহিম তাঁর এই গবেষণা কর্ম সম্পন্ন করেন।

উল্লেখ্য, ড. শেখ আব্দুর রহিম বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ম্যানুফেকচারিং ফার্মগুলোর উন্নয়নের পথের প্রকৃত বাধাগুলো দূর করে দেশকে সমৃদ্ধির পথে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় থেকেই তিনি এ গবেষণা কর্মের উদ্যোগ গ্রহণ করেন।

ড. রহিম বলেন, দেশের অধিকাংশ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং ফার্মগুলোতে দীর্ঘদিন গবেষণার ফলে দেখা যাচ্ছে, ‘তাদের অনেকেরই কর্মী সংগ্রহ ও ব্যবস্থাপনার পলিসি আছে, কিন্তু সঠিক প্রাকটিস নেই। আবার অধিকাংশের প্রাকটিস আছে কিন্তু পলিসি নেই। তাই আমি চেষ্টা করেছি এই গ্যাপগুলো খুঁজে বের করার। এই সাফল্যে তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।


সর্বশেষ সংবাদ