শিক্ষার্থীদের মুখোমুখি হচ্ছে এ এফ রহমান হল সংসদ

  © টিডিসি ফটো

হল সংসদের কাজের গতিকে আরো ত্বরান্বিত করতে মতবিনিময় সভা আয়োজন করতে যাচ্ছে স্যার এ এফ রহমান হল। আগামীকাল ৩০ জুলাই হল সংসদের অডিটোরিয়ামে রাত ৮টা থেকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

জানা যায়, মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন হল প্রশাসন ও হল সংসদের সকল নেতৃবৃন্দ। হল সংসদের এমন আয়োজন করার উদ্দেশ্য, সাধারন শিক্ষার্থীরা যাতে তাদের মতামত হল প্রশাসন ও হল সংসদকের কাছে খোলা মনে তুলে ধরতে পারে। ফলে শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে ব্যাবস্থা নিতে পারবে।

এদিকে, হলের মতবিনিময় সভাকে স্বাগত জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। তাদের মতে, এমন আয়োজন নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। হামিম নামে এক শিক্ষার্থী এ বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘হল সংসদের এমন কাজে আমরা আনন্দিত। হল সংসদ ও হল প্রশাসনকে একসাথে পাব। তাদের সকল সফলতা ও ব্যর্থতা সবার সামনে তুলে ধরতে পারব।’

এ বিষয়ে স্যার এ এফ রহমান হল সংসদের সহ সভাপতি (ভিপি) আব্দুল আলিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা চাই, এফ রহমান হলের সকল আবাসিক-অনাবাসিক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে। আমরা তাদের অভিযোগ-অনুযোগ ও পরামর্শ শুনব। সকল শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে আধুনিক স্যার এ এফ রহমান হল বিনির্মাণ হবে বলে আমরা প্রত্যাশা রাখি।’


সর্বশেষ সংবাদ