এইচএসসি পাস, আজিজুল এখন ঢাবিতে পড়তে চায়

  © টিডিসি ফটো

হাত-পা উভয়ই বিকলাঙ্গ। শারীরিক প্রতিবন্ধি হওয়া সত্বে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছেন জিপিএ-৪.৪২ আজিজুল ইসলাম (১৯)। আজিজুল আড়াইহাজার উপজেলার গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন। তার লেখা পাড়ার উৎসাহ দেখে কলেজের শিক্ষকসহ সকলেই আনন্দিত। অদম্য আজিজুলের বাড়ী নরসিংদী সদর উপজেলার কাঠাঁলিয়া গ্রামে। তার বাবার নাম নুরুল ইসলাম।

আজিজুল ইসলাম জানান, ২০১৭ সালে নরসিংদীর কাঠাঁলিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৩.১৬ পেয়ে উত্তীর্ণ হয়। এর পর গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজে ভর্তি হয়ে লেখাপড়া চালিয়ে যায়। বাবা বেকার । ৫ ভাই ও ১ বোনের সংসার তাদের। ভাইদের সহযোগিতায় অনেক কস্ট করে পড়ালেখা করতে হচ্ছে। জানিনা কতদুর এগিয়ে যেতে পারবো। আমার ইচ্ছা আছে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে লেখাপড়া করার।

গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের প্রভাষক মুরাদ হোসেন জানান, আজিজুল সমাজের দৃস্টান্ত। সে শারীরিক প্রতিবন্ধি। হাত-পা উভয় বিকলঙ্গ। তার পরও তার লেখাপড়ার ইচ্ছা দেখে আমরা মুগ্ধ হই। তার পাশে আমাদের সবার দাড়ানো উচিৎ।


সর্বশেষ সংবাদ