তৃতীয় দিনেও ‘লাগাও তালা, বাঁচাও ঢাবি’ কর্মসূচি শিক্ষার্থীদের

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাত কলেজর অধিভুক্তি বাতিলের দাবিতে ৩য় দিনের মতো আজ মঙ্গলবারও প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। যার মধ্যদিয়ে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সব ধরণের কার্যক্রম। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ‘লাগাও তালা, বাঁচাও ঢাবি’ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে বিভিন্ন ফ্যাকাল্টিতে তালা দেয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি অপরাজেয় বাংলা থেকে শুরু করে সেন্ট্রাল লাইব্রেরী হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যদিয়ে ব্যবসা শিক্ষা অনুষদ, মহসীন হল দিয়ে ঘুরে ভিসি চত্বর হয়ে কলা ভবন দিয়ে ঘুরে আবার ভিসি চত্বরে এসে অবস্থান নেয়।

এরআগে গতকাল আন্দোলনের মুখপাত্র মো: শাকিল মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে।

বিক্ষোভ মিছিলে আন্দোলন শিক্ষার্থীরা ‘ঢাবির সম্মান, সাত কলেজে বেমানান। আমরা আছি থাকব, ঢাবির সম্মান রাখব। সাত কলেজের ঠিকানা, ঢাবির হবেনা’ বিভিন্ন স্লোগানে মুখর থাকতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম বলেন, প্রো-ভিসি স্যার আমাদের যে কথা বলেছেন না মেনে নেওয়ার মত নয়। বিশ্ববিদ্যালয় ৭৩ অধ্যাদেশ অনুযায়ী চলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় স্বাধীন। আজ ভিসি স্যার আসবেন আমাদের দাবি, স্যার আসা মাত্র এর একটা ব্যবস্থা নিবেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি একটি। আমাদের এক দফা, এক দাবি। যেকোনো মূল্যে সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে। আমরা আমাদের দাবিতে অনড় আছি। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।

এছাড়া, অধিভুক্তি বাতিলের আন্দোলনে ডাকসু প্রত্যকেটি প্রতিনিধিকে যোগ দান করার জন্য আহ্বান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলেন, সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলন আমার-আপনার একার দাবি নয়। এই দাবি বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থীর দাবি। এই আন্দোলন করার কথা ছিল ডাকসু প্রতিনিধিদের। তাই ডাকসু ও হল সংসদের প্রত্যেকটি সদস্যকে আন্দোলনে যোগদান করা উচিত।

ডাকসু সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি একাত্মতা পোষণ করে বক্তব্য দেন। আন্দোলন কারীদের তাদের অবস্থানে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে তাদের আন্দোলন সফল হবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিগত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ফলে, গত ১৮ জুলাই বৃহস্পতিবার লাগাতার কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনের মুখপাত্র মো শাকিল মিয়া। এরই ধারাবাহিকতায় গত রোববার থেকে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে কার্যত অচল হয়ে পরেছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।


সর্বশেষ সংবাদ