‘লাগাও তালা, বাঁচাও ঢাবি’ কর্মসূচি অব্যাহত থাকবে

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো আজ মঙ্গলবারও প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে তালা ঝুলবে। বন্ধ থাকবে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। সোমবার রাতে আন্দোলনকারীরা এমন তথ্য জানিয়েছেন।

আন্দোলনের মুখপাত্র মো: শাকিল মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সােমবার ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি অসহযােগ আন্দোলন চলমান ছিল। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ক্লাস-পরীক্ষা বর্জন ও অসহযােগ আন্দোলনকে সফল করেছে। উল্লেখ্য যে, আমাদের দাবীর সাথে একাত্মতা পােষণ করায় ডাকসু’র সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার সাধারণ শিক্ষার্থীদের সাথে মিথ্যা আশ্বাস ও ঘৃণ্য প্রতারণা করে আসছে। ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আস্থাহীন হয়ে পড়েছে । ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী, "The University Shall Have The Powers To Affiliate And Disaffiliate Colleges" থাকা সত্ত্বেও মাননীয় উপ-উপাচার্য মহোদয় বলেছেন, “অধিভুক্তি বাতিল আমাদের এখতিয়ারে নেই” যেটা উক্ত অধ্যাদেশের সম্পূর্ণ পরিপন্থি।

এমতাবস্থায় প্রশাসন সাত কলেজের অধিভুক্তি বাতিল করে লিখিত প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তাদের ক্লাস-পরীক্ষা স্থগিত রেখে অসহযােগ কর্মসূচি চলমান রাখতে প্রস্তুত। তাই আগামীকালও (মঙ্গলবার) “লাগাও তালা, বাঁচাও ঢাবি” কর্মসূচি অব্যাহত থাকবে এবং সকাল সাড়ে ৯টায় বিক্ষোভ কর্মসূচি শুরু হবে।


সর্বশেষ সংবাদ