ঢাবিতে আগুন মনে করে ৯৯৯ এ কল, ফায়ার সার্ভিস এসে দেখে বাতির আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) ভবনে আগুন লেগেছ এমন একটি সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কোনো আগুন পায়নি। আজ রোববার (২০ জুলাই) রাত নয়টার দিকে আইইআর ভবনের সামনে ফায়ার সার্ভিসের কর্মীরা এলে আগুন লাগার কোন ঘটনা পায়নি। তবে ভবনের দ্বিতীয় তলার ফিলিপ লাইটের আলো দূর থেকে দেখতে আগুন লাগার মতো লাগছিলো।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ‘বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী ৯৯৯ নাম্বারে কল দিয়ে ঢাবির আইইআর ভবনে আগুন লেগেছে এমন একটা সংবাদ দেন। এতে তাৎক্ষণিকভাবে পলাশী ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। পরে ঘটনার সত্যতা বেরিয়ে আসে।’

পরে পলাশী ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিস সাইফুল ইসলাম ওই শিক্ষার্থীকে কল দিলে সে জানায়, দূর থেকে আলো দেখে আগুন লেগেছে ভেবে সে কল দিয়েছে।

সাইফুল ইসলাম বলেন, ‘আমরা এসেছি সমস্যা নাই। সে ভুল করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তাকে দায়িত্বশীল হওয়া উচিত ছিল।’

ফায়ার সার্ভিসকে কল দেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জি এম হিরক বলেন, ‘দৌঁড়ে গিয়ে কিছু না পাওয়ায় আমি দুঃখিত। আমার রুম থেকে স্পষ্টভাবে আগুন দেখা যাচ্ছিল আইইআর’র  সেকেন্ড ফ্লোরে। আমি ভেবেছিলাম। তারপর ফেসবুক গ্রুপে মেসেজ দিই। আর ৯৯৯ এ কল দিয়েছি। ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি।

তিনি আরও বলেন, আমার হল থেকে দৌড়ে গেলেও কিছু করা অসম্ভব। আর ৮তলা থেকে নামাটাও ব্যাপার। তারপর আমার দেয়া তথ্য নিশ্চিত করার জন্য মুহসীন হলের কেউ আছে কিনা আশেপাশে জানতে চাই। অতপর বড়ভাই একজন নিশ্চিত করে ওটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রিার বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে কিছু একটা হয়েছিল।’

 


সর্বশেষ সংবাদ