সূর্যসেন হলে বুক রিভিউ প্রতিযোগিতা ও সাহিত্য আড্ডা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল সংসদের উদ্যোগে হল গতকাল ২০ জুলাই শনিবার ‘‘বুক রিভিউ প্রতিযোগিতা ও সাহিত্য আড্ডা’’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সূর্যসেন হল সংসদে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশার লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস ‘‘রাইফেল, রোটি, আওরাত’’ এর ওপর বুক রিভিউ প্রতিযোগিতা হয়। এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বর্তমান সময়ের তরুণ কথা সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী মোঃ নুরুজ্জামান এবং কবি শেখ শাহরিয়ার কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের নির্বাচিত ভিপি মারিয়াম জামান খান সোহান। সাহিত্য আড্ডার এই আয়োজনের মূল সংগঠক হিসাবে ছিলেন সংসদের সাহিত্য সম্পাদক মোঃ আল সাদী ভূঁইয়া এবং পাঠকক্ষ সম্পাদক রেজওয়ানুল ইসলাম শাওন। বুক রিভিউ প্রতিযোগিতায় সেরা ৩ জনকে পুরষ্কৃত করা হয়।

উল্লেখ্য সূর্যসেন হল সংসদের সাহিত্য সম্পাদক আল সাদী ভূঁইয়া ও পাঠকক্ষ সম্পাদক রেজওয়ান ইসলাম শাওন এই প্রতিযোগিতার আয়োজন করেন।


সর্বশেষ সংবাদ