মধ্যরাতে ঢাবির হলে জলের গান, গাইলো বকুল ফুল.. (ভিডিও)

জলের গান। বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড দল। মূলত ফোক-ফিউশন ধারায় গান গায় ব্যান্ডটি। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া এ গ্রুপটির গান অনেক আগেই দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছেছে। সেই সঙ্গে গেছে তাদের সুনাম-সুখ্যাতিও।

বৃহস্পতিবার রাতে হঠাৎই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে উপস্থিত দলটি। উদ্দেশ্য- পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে সাজেক ভ্যালিতে শিক্ষা সফর যাবে। সেখানেই শিক্ষার্থীদের গান শোনাবেন তারা।

কিন্তু হলে গিয়ে ঢাবি ছাত্রদের গান না শোনালে চলে? চললোও না। তাই তো হাতের তালিতে শুরু- বকুল ফুল, বকুল ফুল/সোনা দিয়া হাতখানি কেন বান্ধাইলি। শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে গানটি গাইতে শুরু করলো সাধারণ শিক্ষার্থীরাও। সবমিলিয়ে মধ্যরাতের সূর্য সেন হল যেন হঠাৎই হয়ে উঠলো সঙ্গীতময়।


সর্বশেষ সংবাদ