ঢাবি ভিসির বাসায় হামলার প্রতিবেদন ২ সেপ্টেম্বর

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ভাঙচুর, পুলিশকে মারধর ও ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন সরাফুজ্জামান আনছারী এই তারিখ ধার্য করেন।

চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আজ। কিন্তু তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় আদালত পৃথক পৃথক আদেশে পরবর্তী তারিখ ধার্য করেন।

গত বছর ৮ এপ্রিল চাকরি ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশকে মারধর, কর্তব্যকাজে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও উপাচার্যের বাড়ি ভাঙচুরের ঘটনার অভিযোগে শাহবাগ থানার ১০ এপ্রিল চারটি মামলা করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে করেন তিন মামলা। আর উপাচার্যের বাসভবনে ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান বাদী হয়ে আরো একটি মামলাটি করেন। কোনো মামলাতেই আসামিদের নাম উল্লেখ করা হয়নি।


সর্বশেষ সংবাদ