শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার দাবিতে একাট্টা ডাকসু-ছাত্রলীগ

সম্পূরক পরীক্ষা পদ্ধতি চালু সহ দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীরা। আজ দুপুর দুইটার দিকে গণিত বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে উপাচার্য বরাবর এই স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়া আরও অনেক ডাকসু ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিজ্ঞান অনুষদের ছাত্ররা রাজু ভাস্কর্যে এ বিষয়ে মানববন্ধন করেন।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এ বছর গণিত বিভাগের ১ম বর্ষ ফাইনাল পরীক্ষায় ১৮৫ জনের শিক্ষার্থীর মধ্যে ১১৫ জন পাশ করেছে। ফেল করেছে ৭০ জন। ২০১৭-১৮ সেশনের ১ম বর্ষের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল গত বছরের ডিসেম্বরের ১৭ তারিখে।

বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী,পরীক্ষার দুই মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে বলা হলেও গণিত বিভাগের রেজাল্ট প্রকাশ করতে লেগেছে প্রায় ৭ মাস। বিভাগের নিয়ম অনুযায়ী, যারা ফেল করেছে তাদের ২য় বর্ষে উঠার সুযোগ দেবে না কর্তৃপক্ষ। যার কারণে তাদেরকে আবার ১ম বর্ষে ভর্তি হয়ে ক্লাস করে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

কিন্তু ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষার তারিখ দেয়া আছে চলতি বছরের আগস্টের ২২ তারিখ। এই অল্প সময়ের মধ্যে যে ৭০জন ফেল করেছে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব না। কারণ, গত এক বছর পরে যারা পাশ করতে পারে নাই। তারা দুমাস পড়ে কীভাবে পাশ করবে।

তাই তারা দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। সম্পূরক পরীক্ষা পদ্ধতি চালু ছাড়াও আরেকটি দাবি হচ্ছে প্রথম বর্ষ ফাইনালে যারা ফেল করেছে সেই শিক্ষার্থীদের ফেল করা কোর্সগুলোতে বিশেষ ফলোন্নায়ন পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

স্মারকলিপি প্রদান করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড আখতারুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা তোমাদের কথা শুনলাম। আমরা ডিনদের সাথে অতি শীঘ্রই এ বিষয়ে আলোচনা করব। আগস্টের শেষের দিকে আমাদের সিদ্ধান্তের ব্যাপারে তোমরা জানতে পারবে।

 


সর্বশেষ সংবাদ