৬ দিনের সফরে চীনে যাচ্ছেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান চীন সফরে যাচ্ছেন। তিনি দেশটির ইউনান ইউনিভার্সিটি সফর করবেন। আগামী ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত চীনে অবস্থান করবেন। সম্পূর্ণ ইউনান ইউনিভার্সিটির খরচে তিনি এই সফর করবেন। শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তার সফরকালীন ছয়দিন কর্তব্যরত ছুটি মঞ্জুর করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে চীনের ইউনান ইউনিভার্সিটি ভিজিটের জন্য আগামী ১৮ হতে ২৩ জুলাই পর্যন্ত ছয় দিন কর্তব্যরত ছুটি মঞ্জুরপূর্বক নিম্নে বর্ণিত শর্তে চীন ভ্রমণের অনুমতি প্রদান করেছেন।

(ক) এ ভ্রমণের যাবতীয় ব্যয় আয়ােজক সংস্থা Yunnan University বহন করবে, এ বাবদ বাংলাদেশ সরকার বা বিশ্ববিদ্যালয়ের কোন আর্থিক সংশ্লেষ থাকবে না; (খ) তিনি ভ্রমণ শেষে দেশে ফিরে কাজে যোগদান করবেন এবং মন্ত্রণালয়কে অবহিত করবেন; (গ) তার বর্ণিত সফরকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে; (ঘ) তিনি বাংলাদেশি মুদ্রায় বেতন-ভাতাদি গ্রহণ করবেন, (ঙ) উপাচার্যের অনুপস্থিতিতে প্রাে-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মাদ সামাল নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।


সর্বশেষ সংবাদ