নুসরাত হত্যাকাণ্ডে ইশা ছাত্র আন্দোলনের প্রতিবাদ

রাজু ভাস্কর্যে সংগঠনটির নেতা-কর্মীদের মানববন্ধন।
রাজু ভাস্কর্যে সংগঠনটির নেতা-কর্মীদের মানববন্ধন।  © মো. নূর হোসেন ইমন

ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির যৌন নিপীড়নসহ হত্যার প্রতিবাদে নিপীড়ক ও হত্যাকারীদের বিচারের দাবীতে প্রতিবাদী মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ বিকাল ৪ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কখনোই একটি সুস্থ সমাজের কাম্য নয়। অতিসত্বর এর দ্রুত বিচার করে রাষ্ট্রের সর্বত্র নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, নুসরাত জাহানের হত্যাকাণ্ডের বিচার নিয়ে যদি তনু হত্যা, সাগর-রুনি হত্যাকাণ্ডের মত তালবাহানা করা হয় তবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তীব্র গণআন্দোলন গড়ে তুলব।

এসময় আরো বক্তব্য রাখেন, ঢাবি শাখার সহ-সভাপতি হাসান বিন মুনির, সাংগঠনিক সম্পাদক জালালুদ্দিন মুহাম্মদ খালিদ, অর্থ সম্পাদক তাওহীদুর রহমান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ