এবার নুরদের ওপর ছাত্রলীগের হামলা, ধাওয়া (ভিডিও)

০২ এপ্রিল ২০১৯, ০৭:১৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ফের হামলার শিকার হয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহপাঠীরা। হলের ছাত্র ফরিদ হাসানকে মেরে রক্তাক্ত করার ঘটনা ও নিজেদের অবরুদ্ধ করার ঘটনায় প্রভোস্টের কাছে অভিযোগ দায়েরে পরপরই এই হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই হামলা থেকে বাদ যায়নি হল প্রোভোস্টও। তার ওপরও বৃষ্টির মত ডিম নিক্ষেপ করা হয়।

পরে ছাত্রলীগ কর্মীরা নুরদের ধাওয়া দিয়ে এস এম হল থেকে ফুলার রোডের দিকে নিয়ে। সেখানে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

এর আগে ফরিদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হল প্রশাসনকে লিখিত অভিযোগ দিতে গিয়ে হামলা ও অবরুদ্ধের শিকার হন ডাকসু ভিপি নুরুল হক নুর ও রাশেদ খান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা।

জানা যায়, সোমবার রাত ১২টার দিকে এসএম হলে ফরিদ হাসান নামে একজনকে পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগের নেতারা। এই ঘটনায় মঙ্গলবার বিকালে নুরের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল শেষ করে এসএম হলে যান এবং প্রভোস্টের কাছে বিচার দাবি করেন। এ সময় তাদের উপর ডিম মেরে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে হল ছাত্রলীগ নেতা সায়েমের নেতৃত্বে আন্দোলনে অংশ নেয়া ছাত্রীদের উত্যক্ত করে।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসএম হলে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকে। এ সময় হলে নুরদেরকে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ব্যাপারে ডাকসুর জিএসপ্রার্থী ও ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন, ফরিদের উপর হামলার প্রতিবাদে আমরাসহ ডাকসুর ভিপি নুরকে সাথে নিয়ে এসএম হলে অভিযোগ দিতে আসলে আমাদেরকে ডিম মেরে হামলা করে এসএম হল ছাত্রলীগ।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬