শেখ তাসনিম আফরোজ ইমি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ফরিদ হাসানকে মেরে রক্তাক্ত করার ঘটনা নতুন মোড় নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হল প্রশাসনকে লিখিত অভিযোগ দিতে গিয়ে হামলা ও অবরুদ্ধের শিকার হয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর ও রাশেদ খান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
শেষ খবর পর্যন্ত এ ঘটনার বিচার চেয়ে হল প্রোভোস্ট বরাবর অভিযোগ করছেন ডাকসু ভিপি। অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রক্টর অফিসেও।
এদিকে ছাত্রলীগের ওই ঘটনাও শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিও গায়ে হাত দেয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিকদের তিনি বলেন, তারা শুধু আমার পিঠে ডিম ছুঁড়েনি, গায়েও হাত দিয়েছে। এ ঘটনার বিচার আমাকে দিতে হবে। আমি এখনই প্রক্টরের কাছে বরাবর অভিযোগ করব।
ইমি বলেন, আমরা যারা প্রোভোস্টের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম, তাদের উপর হামলা করেছে। ডাকসুর ভিপি, সমাজসেবা সম্পাদককে অবরুদ্ধ করে রেখেছে।
জানা যায়, সোমবার রাত ১২টার দিকে এসএম হলে ফরিদ হাসান নামে একজনকে পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগের নেতারা। এই ঘটনায় মঙ্গলবার বিকালে নুরের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল শেষ করে এসএম হলে যান এবং প্রভোস্টের কাছে বিচার দাবি করেন। এ সময় তাদের উপর ডিম মেরে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে হল ছাত্রলীগ নেতা সায়েমের নেতৃত্বে আন্দোলনে অংশ নেয়া ছাত্রীদের উত্যক্ত করে।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসএম হলে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকে। এ সময় হলে নুরদেরকে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে ডাকসুর জিএসপ্রার্থী ও ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন, ফরিদের উপর হামলার প্রতিবাদে আমরাসহ ডাকসুর ভিপি নুরকে সাথে নিয়ে এসএম হলে অভিযোগ দিতে আসলে আমাদেরকে ডিম মেরে হামলা করে এসএম হল ছাত্রলীগ।