যতক্ষণ ভোটার থাকবে, ততক্ষণই ভোটগ্রহণ: রিটার্নিং কর্মকর্তা

০৭ মার্চ ২০১৯, ০৭:০১ PM
প্রধান রিটার্নিং কর্মকর্তা

প্রধান রিটার্নিং কর্মকর্তা

ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্রে যতক্ষণ ভোটার থাকবে, ততক্ষণই ভোট গ্রহণ চলবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এসএম মাহফুজুর রহমান। বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে ‘ভোট নেয়ার সময়’ বাড়ানোর দাবি জানানোর প্রেক্ষিতেব ‍বৃহস্পতিবার এই মন্তব্য করেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটার অনুসারেই হলগুলোতে বুথ তৈরি করা হচ্ছে। সুতরাং ভোগগ্রহণের সময় নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। তবে ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে ২টা পর্যন্তই থাকছে জানিয়ে তিনি বলেন, ২টার মধ্যে যারা হলে প্রবেশ করবে, তারা অবশ্যই ভোট দিতে পারবে। কোনো সন্দেহ নেই।

এর আগে ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছিলেন, ডাকসু ঘিরে ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনোক্রমেই বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে প্রক্টরিয়াল টিম সতর্ক থাকবে বলে তিনি জানান। তিনি বলেন, নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টরিয়াল টিমকে সহায়তা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচন হতে বাকি আর মাত্র ৩ দিন। এরপরই বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন। নির্বাচনকে সামনে গোটা ক্যাম্পাস এখন সরগরম। বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন সবাই। ভোট চাইছেন ক্যাম্পাস ও হলসহ সর্বত্র। তথ্যমতে, নির্বাচনের কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে মোট ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। 

সংসদ নির্বাচনে সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কবে?
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬