ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা

ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন ইডেন কলেজ

ইডেন কলেজের চ্যাম্পিয়ন দল
ইডেন কলেজের চ্যাম্পিয়ন দল   © সংগৃহীত

ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছে ইডেন মহিলা কলেজ। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘বর্তমান প্রজন্ম ভাষা আন্দোলনের চেতনা লালন করছে’ শীর্ষক বিষয়ে ছায়া সংসদের আদলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদের আদলে আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের নৃ-গোষ্ঠীর বিতার্কিকরা অংশ নেন।

প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, উপসচিব মো. আবদুল হাই, সাংবাদিক জাহানারা পারভীন ও সাংবাদিক পার্থ সঞ্জয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও সনদপত্র ও বই বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, পৃথিবী থেকে প্রতিদিন একটি ও দুটি করে ভাষা হারিয়ে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই হচ্ছে। এগুলি কিন্তু ভাববার বিষয়।

তিনি আরও বলেন, একুশের ভাষা আন্দোলনের পরে বাংলাদেশ বুঝে গিয়েছিল যে, পাকিস্তানিদের সঙ্গে থাকা সম্ভব নয়। এর ফলে মুক্তিযুদ্ধের বীজ বপণ হয়। বাংলাদেশের প্রতিটি মানুষের ভাষা, স্বাধীনতা আমরা সমুন্নত রাখব, আমরা এই চেতনায় বিশ্বাস করি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আজকের বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের নৃ-গোষ্ঠীর ১০ জন বিতার্কিক অংশ নিয়েছেন। তারা কিন্তু তাদের বক্তব্য বাংলা ভাষায় উপস্থাপন করছেন। বাংলা ভাষার প্রতি তাদের শ্রদ্ধা এবং আবেগের কথা জানিয়েছেন। কিন্তু বাংলা ছাড়াও বাংলাদেশে ৭৫টি জাতির ৪০টি ভাষার প্রায় ৩০ লাখ আদিবাসী মানুষ রয়েছে।

তিনি বলেন, এই ৪০টি ভাষার মধ্যে বাংলাসহ ৮টি ভাষার বর্ণমালা আছে। দেশে ৪৯টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থাকলেও কয়েকটি নৃ-গোষ্ঠী বিলীন হয়ে যাওয়ার আশংকা তৈরি হয়েছে। ছোট হয়ে যাওয়া কয়েকটি নৃ-গোষ্ঠী চাকমা মারমাসহ অন্যান্যদের সাথে মিশে যাচ্ছে। আদিবাসীদের ১৪টি ভাষা আজ বিপন্ন হতে যাচ্ছে। আরও ১১টি ভাষা বিপন্ন হওয়ার পথে। চা-বাগানে অবস্থানরত কত জন কন্দ ভাষায় কথা বলে আমরা জানি না। সৌর ভাষায় কথা বলে একজন। খাড়িয়া ভাষাটি পুরোপুরি জানে দুইজন। আটজন প্রবীণ ব্যক্তি জানেন রেং মিটচা ভাষা। এদের মৃত্যু হলে এসব ভাষাগুলোর মৃত্যু হবে। তাই বাংলা ভাষার পাশাপাশি আদিবাসী ভাষার প্রতি আরও বেশি যত্ন নিতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence