শিক্ষার্থীদের নিহতের ঘটনায় নারায়ণগঞ্জে ৬ আসামি গ্রেপ্তার

  © ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দর কিশোর গ্যাংয়ের ধাওয়ায় পানিতে ডুবে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‍আজ মঙ্গলবার সকালে বন্দর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল রাতে এ ঘটনায় নিহত জিসানের বাবা কাজিম উদ্দিন বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেন।

নিহতদের স্বজনের অভিযোগ, সোমবার বিকেলে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ধাওয়া খেয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় ৪ বন্ধু। এরপর দু'জন সাঁতরে তীরে উঠতে পারলেও জিসান ও নিহাদ নিখোঁজ হয়।

এ ঘটনা পর রাত সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। নিহত নিহাদ বন্দরের কদম রসুল কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। সে বন্দর এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে। আর জিসান বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র; তার বাবা বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন।


সর্বশেষ সংবাদ