অবশেষে আবরার হত্যা মামলার শুনানির দিন ধার্য হলো

অবশেষে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য হলো। আগামী ২ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই আদেশ দেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু আবদুল্লাহ ভূঁইয়া বলেন, করোনার কারণে গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর থেকে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ভার্চ্যুয়াল আদালত চালু থাকলেও মামলার ট্রায়াল বন্ধ ছিল। আবার নিয়মিত আদালত চালু হওয়ায় আগামী ৯ সেপ্টেম্বর আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে।

গত বছরের ৬ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ মামলায় গত বছরের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পুলিশের দেওয়া অভিযোগপত্র গত ২১ জানুয়ারি আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। মামলার ২৫ আসামির মধ্যে কারাগারে আছেন ২২ জন, পলাতক আছেন তিন আসামি।


সর্বশেষ সংবাদ