সাহেদের খাস কামরায় বসত সুন্দরীদের হাট, মনোরঞ্জন করানো হতো প্রভাবশালীদের

  © ফাইল ফটো

করোনা পরীক্ষার ভুয়া সনদ দিয়ে আলোচনায় আসা সাহেদের মালিকাধীন রিজেন্ট হাসপাতালে একটি বিশেষ রুমের সন্ধান পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। এই খাস কামরাতে সুন্দরীদের দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের মনোরঞ্জন করতেন সাহেদ।

সূত্র বলছে, সুন্দরীদের হাসপাতালে নিয়ে আসার কাজ করতেন সাহেদের ব্যক্তিগত সহকারী সোহাগ, মশিউর, আমজাদ এবং শিবলী। রিজেন্ট হাসপাতালের পরিচালক (অর্থ) মার্জিয়া সুলতানার তত্ত্বাবধানেই সুন্দরীরা হাসপাতালে যাতায়াত করত। সমাজের ভিআইপি হিসেবে পরিচিত বিভিন্ন ব্যক্তিদের মনোরঞ্জন করাতেন সাহেদ। বিনিময়ে তাদের কাছ থেকে বিশেষ সুবিধা আদায় করতেন তিনি।

এছাড়া দেশ-বিদেশের অনেক বিখ্যাত ব্যক্তির সঙ্গে ছবি তুলে তা অন্যদের দেখাতেন। অনেকেই প্রভাবশালীদের সাথে সাহেদের ছবি দেখে রীতিমতো অবাক হয়ে তাকে বিশেষ গুরুত্ব দিতে বাধ্য হতেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, সাহেদকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। আমরা দ্রুত সাহেদকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছি। তাকে গ্রেপ্তারের পর আরও অনেক বিষয়ে জানা যাবে। আমরা প্রতিনিয়তই সাহেদের ব্যাপারে নতুন নতুন অভিযোগ পাচ্ছি।

প্রসঙ্গত, গত সোমবার রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। এর পরেই বেরিয়ে আসতে থাকে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্ন আলামত।