হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য গ্রেপ্তার

  © সংগৃহীত

হুমায়ূন কবির (২৩) নামে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত সংস্থা এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। পরে তার নামে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এন্টি টেররিজম ইউনিট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা জেলার ডুমুরিয়া থানার ভান্ডারপাড়া এলাকা থেকে হুমায়ন কবির নামের একজনকে গ্রেপ্তার করা হয়। হুমায়ন কবির হিযবুত তাহরীর একজন সক্রিয় সদস্য এবং গুলশান থানায় তার নামে মামলা রয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ব্যবহৃত একটি মোবাইল ফোন, দুটি মোবাইল সীম কার্ড, পাঁচটি জিহাদী বই এবং একটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামি হুমায়ন কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।