যৌতুকের টাকা না পেয়ে নিজের সন্তানকে হত্যা

শিশু মাহিমকে অপহরণ ও হত্যায় জড়িত তার বাবা জুলহাস ও তার সহযোগী জুয়েল বেপারী
শিশু মাহিমকে অপহরণ ও হত্যায় জড়িত তার বাবা জুলহাস ও তার সহযোগী জুয়েল বেপারী

ঘুমের ওষুধ খাইয়ে বাবা নিজেই হত্যা করেছে ৩ বছরের ছেলেকে। এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে হত্যায় জড়িত বাবাসহ এক সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব বলছে যৌতুকের জন্যই বাবা জুলহাস নিজের সন্তানকে হত্যা করেছে।

৩ বছরের মাহিমকে নিজের বাবার হাতেই প্রাণ দিতে হলো। গত ২৭ জুন রাতে বাবা জুলহাস প্রতিবেশী জুয়েলকে নিয়ে জুসের সাথে ৮ টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে ছেলেকে খাইয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে লাশ বালু চাপা দেয়, যাত্রাবাড়ীর মাতুয়াইলের কাশবনের ভেতর। হত্যার পর ছেলে অপহরণ হয়েছে বলে দাবি করে নিজেই হাজির হয় র‌্যাবের কাছে।

র‌্যাব প্রাথমিক তদন্ত করে, এই ঘটনার সাথে বাবা জুলহাসের সংশ্লিষ্টতা খুঁজে পান। অনুসন্ধানে বেড়িয়ে আসে, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য স্ত্রী এবং শ্বশুরকে চাপ দিতে থাকে জুলহাস। বিভিন্ন সময় নির্যাতন করা হতো স্ত্রী স্মৃতি আক্তারকে।

যৌতুকের টাকা সময় মত না পেয়ে ক্ষোভে বশবর্তী হয়ে ছেলে মাহিমকে হত্যা করে জুলহাস। ছেলেকে হত্যার ঘটনায় মা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।


সর্বশেষ সংবাদ