ট্রাকচাপায় মৃত্যু মায়ের, বাবা-ছেলে হাসপাতালে

পটুয়াখালীতে ট্রাকচাপায় মারা গেছেন রুনা (৩০) নামে এক নারী। এসময় আহত হয়েছেন তার স্বামী ও শিশুপুত্র। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাওয়ার গ্রিডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুনা আমতলী কড়ইবুনিয়া এলাকার আমির হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, সকালে আমির হোসেন মোটরসাইকেলে স্ত্রী রুনা ও শিশুপুত্রকে নিয়ে আমতলী থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। পটুয়াখালী পৌঁছালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাওয়ার গ্রিডের সামনের সড়ক অতিক্রমকালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুনা নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমির ও তার শিশুপুত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ জানান, সকালে পাওয়ার গ্রিডের সামনের সড়কে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ