র‌্যাব কার্যালয়ে ডাকা হলো নোবেলকে

  © ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে নানান বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ‘সারেগামাপা-২০১৯’ এর দ্বিতীয় রানার্সআপ মাঈনুল আহসান নোবেলকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-২ এর কার্যালয়ে ডাকা হয়। সেখানে নোবেলকে তার সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিষয়ে র‍্যাবের এডিশনাল এসপি মনির জামান বলেন, কয়েকদিন ধরে নোবেলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর কারণ জানতে তাকে ডাকা হয়েছিল। নোবেল জানিয়েছে, তার আসন্ন অ্যালবাম ‘তামাশা’র প্রচারণার জন্য এমনটি করেছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ‘নোবেলম্যান’ নামক ফেসবুক পেজে বাংলাদেশের শিল্পীদের কটাক্ষ করেন নোবেল। যা নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচিত হন তিনি। এছাড়া তাহসিন এন রাকিব নামের একজন ইউটিবার ও সঙ্গীতশিল্পীর সঙ্গে ক্রমাগত বাক্যযুদ্ধে লিপ্ত হন। যেখানে অশালীন শব্দেরও প্রয়োগ ঘটে।