ওবায়দুল কাদেরকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

  © সংগৃহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্তের গুজব ছড়ানোর অভিযোগে খুলনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় খুলনা নগরীর বাগমারা মেইন রোড়ের একটি বাসা থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান।

গ্রেপ্তার রুহুল আমিন (২২) বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গতকাল সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বাগমারা মেইন রোড এলাকার একটি বাসা থেকে রুহুল আমিনকে আটক করে।

“রুহুল আমিন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন ভিডিও ধারণ করে ‘তাজ টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচার করেন, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উস্কানিমূলক।”

করোনাভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


সর্বশেষ সংবাদ