১০০ টাকার জন্য খুন, আসামি গ্রেফতার

  © ফাইল ফটো

পাওনা ১০০ টাকা পরিশোধ না করায় টিউব লাইট দিয়ে গলায় আঘাত করে একজনকে হত্যা করা হয়েছে। হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন হত্যাকারী। ঘটনাস্থল রাজধানীর মগবাজারের আউটার সার্কুলার রোড। খুন করার কথা আদালতে স্বীকার করেছেন রিপন (২১) নামের এক যুবক।

জানা গেছে, সোমবার দিবাগত রাতে মগবাজার এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় দায়িত্বরত এসআই মো. মুহিবুল্লাহ্ আউটার সার্কুলার রোডে গুরুত্বর অসুস্থ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রমনা মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. খাইরুজ্জামান বলেন, মামলার ঘটনায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মগবাজার এলাকা থেকে রিপনকে নামের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানায়, সে নিহত রানার নিকট একশ টাকা পেত এবং এই টাকা নিয়ে কথা কাটাকাটির সময় রাস্তায় পড়ে থাকা ভাঙা টিউব লাইট দিয়ে গলায় আঘাত করে। যার ফলে রানার মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ