মসজিদে জামায়াতে নামাজ বন্ধের চিন্তা, সিদ্ধান্ত আসছে

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আর বাংলাদেশে এই ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ১৪ এপ্রিল পর‌্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

এবার প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার ও সংক্রমণ ঠেকাতে আপাতত কয়েকদিন মসজিদে জামাতে নামাজ বন্ধের সিদ্ধান্ত আসতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

সূত্রগুলো জানায়, সরকার চায় আলেম-ওলামা, ডাক্তার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ সবাই এই বিষয়টিতে সম্মতি দিলেই কেবল এমন সিদ্ধান্তে যাওয়া যায়। গত কয়েক দিনের করোনা পরিস্থিতি এবং বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা বাড়ার কারণে অনেকেই বিষয়টি সরকারের দৃষ্টিতে আনছেন। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সময় এসছে।

জানা গেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে উল্লিখিত বিভিন্ন পেশার কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে বিকেলের মধ্যে থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হতে পারে।

ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ ধরণের একটি চিন্তা-ভাবনা চলছে।


সর্বশেষ সংবাদ