নিষেধাজ্ঞার পরও চলছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস

  © সংগৃহীত

সারা দেশে করোনা প্রতিরোধে গণপরিবহন চলাচল নিষেধাজ্ঞা জারি করা হলেও তা না মেনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাস ও ভাড়ায় চালিত মাইক্রোবাস চলছে।

এদিকে কাচঁপুর হাইওয়ে ওসি বলেছেন, এ ধরনের খবর পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ে গতকাল শনিবার সন্ধ্যা থেকে যাত্রীবাহী বাসসহ ভাড়ায় চালিত মাইক্রোবাস চলাচল করছে। তবে থেমে নেই ব্যাটারি চালিত অটোরিকসা, পিকআপ, ট্রাক, ভ্যান চলাচলও।

এতে করোনাভাইরাসে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ। এতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার লোকদের।

কাচঁপুর হাইওয়ের (ওসি) মো: মোজ্জাফর হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে সারাদেশে লকডাউনসহ গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দিলেও তা অনেকেই মানছেন না। কোথাও যদি গনপরিবহন চলাচলের সংবাদ পাই আমরা তাৎক্ষনিক আটক করবো এবং আইনানুগ ব্যবস্থা নিব।


সর্বশেষ সংবাদ