টাঙ্গাইল

৪ হাজার প্রবাসী লাপাত্তা, খুঁজছে পুলিশ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রবাসী বাংলাদেশি যারা দেশে ফিরেছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। কিন্ত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় চীন, ইতালি, মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, ভারত, ওমান, যুক্তরাষ্ট্র, কাতার ও বাহরাইন থেকে আসা তিন হাজার ৭৯৭ জনের কোনও খোঁজ পাচ্ছে না পুলিশ। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গেলো তিন মাসে জেলায় পাঁচ হাজার চারশ’ ৪৬ জন প্রবাসী টাঙ্গাইলে এসেছেন।

এদের মধ্য এক হাজার ছয়শ’ ৪৯ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছিল। নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় এক হাজার ৯৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেয়া হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশফেরত ৫২ জনকে কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এতে জেলায় কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা দাঁড়াল ৫৫৫ জনে। এছাড়াও একজন আইসোলেশনে রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, তিন হাজার সাতশ’ ৯৭ জনের কোনও খোঁজ পাচ্ছি না। তারা ঠিকানা ভুল দিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে কিংবা আত্মগোপনে আছেন। তাদের হোম কোয়ারেন্টিনের আওতায় না আনতে পেরে আমরা শঙ্কিত।


সর্বশেষ সংবাদ