ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান ধসে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীরা

  © সংগৃহীত

২০০০ খ্রিস্টাব্দে স্কুল কাম বন্যা আশ্রয়ণ কেন্দ্রের একতলা ভবনটি ১২টি পিলারের ওপর নির্মাণ করা হয়েছিল সিরাজগঞ্জের কাজিপুরের তেকানী ইউনিয়নের চরবুরুঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ভবনের পিলার ও ছাদের পলেস্তরা খসে পড়েছে। সে অবস্থাতেই ঝুঁকিপূর্ণ ভবনে লেখাপড়া চলছে শিক্ষার্থীদের। ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বিভিন্ন স্থানে লোহা বেরিয়ে মরিচা পড়ে অকেজো হয়ে পড়েছে। এতে বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন হোসেন এ বিষয়ে বলেন, বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে। তার চেয়ে বড়ো ভয় যে কোনো সময় ছাদ ধসে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সামান্য বাতাসের মধ্যে শিক্ষার্থীরা এ ভবনে থাকতে ভয় পায়।

অভিভাবকরাও তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চান না। কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বিদ্যালয়ের বর্তমান অবস্থার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের অবস্থা খুবই নড়বড়ে। নতুন ভবনের জন্য চাহিদা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ