এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলা, ছুরিসহ আটক ১

  © সংগৃহীত

পূর্ব শক্রতার জের ধরে গলাচিপার উলানিয়া হাট কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষা কেন্দ্রে রিফাত নামের এক পরীক্ষার্থীর ওপর হামলা করার অভিযোগে এক যুবককে ছুরিসহ আটক করেছে পুলিশ। আটককৃত রিয়াজ (২১) উপজেলার ডাকুয়া গ্রামের আলাউদ্দিন খন্দকারের ছেলে।মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অর্থনীতি বিষয়ের পরীক্ষার শুরুর আধাঘণ্টা আগে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে গলাচিপা উলানিয়া হাট কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষা কেন্দ্রে মানবিক বিভাগের অর্থনীতি বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য পানখালী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. রিফাত পরীক্ষার হলে যাচ্ছিল। এসময় আগে থেকে পরীক্ষা কেন্দ্রের গেটে ওঁত পেতে থাকা বখাটে যুবক পরীক্ষা কেন্দ্রের সামনে রিফাতের ওপর হামলা চালায়। রিফাতের ডাক-চিৎকারে পাশে থাকা পুলিশ রিয়াজকে ছুড়িসহ হাতেনাতে আটক করে।

এ বিষয় পানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম বলেন, আমি পরীক্ষা শুরু করার কাজে হলের মধ্যে ব্যস্ত ছিলাম। খবর শুনে বাইরে গিয়ে দেখি রিয়াজ নামের এক যুবককে পুলিশ ছুড়িসহ আটক করেছে। তবে রিফাত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এ বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, আমি পটুয়াখালী একটি সভায় আছি। ঘটনাটি শুনেছি। দুপুরের পর গলাচিপা এসেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, বখাটে যুবক রিয়াজকে পুলিশ আটক করেছে। ওই কেন্দ্রের পরীক্ষা স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হয়েছে। আর রিফাত একটু আহত হলেও পরীক্ষা দিয়েছে।