চবি শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে, আহত ২৫

  © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেছে। এতে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রামের ফটিকছড়িতে এই দুর্ঘটনা ঘটে। তৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জানা গেছে, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটায় পৌছলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে বিলে পড়ে যায়।

এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ‘ফটিকছড়ি থেকে আসা একটা বাস খাদে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে আছি। আহত ৮ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’


সর্বশেষ সংবাদ