ঢাবি ছাত্রী ধর্ষণ: প্রতিবেদন দাখিলে সময় পেলো ডিবি

  © ফাইল ফটো

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণের মামলার প্রতিবেদন দাখিলে সময় পেলো গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সিদ্দিক প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ আগামী ২৩ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন।

এই মামলায় গ্রেপ্তার মজনু গত ১৬ জানুয়ারি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি একাই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানান।

গত ৫ জানুয়ারি রোববার সন্ধ্যায় শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে ভুলে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে নেমে ধর্ষিত হন ওই ঢাবি ছাত্রী। মুখ চেপে ধরে তাকে তুলে সড়কের পাশে নিয়ে ধর্ষণ করা হয়। ওই দিন গভীর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয় তাকে।

ওই শিক্ষার্থীর বর্ণনা থেকে পুলিশ ধারণা পেয়েছে, ধর্ষণকারী একজনই, তার বয়স ২৫-৩০ বছরের মতো। এদিকে ধর্ষণের খবর শোনার পর ওই রাত থেকেই বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

 


সর্বশেষ সংবাদ