বই না দেওয়ায় তিন শিক্ষিকাকে মারধর

  © ফাইল ফটো

শিশু শ্রেণির বই না দেওয়ায় রাজবাড়ীর পাংশায় তিন শিক্ষিকাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী বিশ্বাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটনাটি ঘটেছে।

ঘটনার দিন বিকেলে এ অভিযোগে থানায় একটি মামলাও হয়েছে। পাংশা থানায় অভিযোগ দায়েরকারী মারধরের শিকার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা খাতুন বলেন, সকালে চরঝিকড়ী গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান বিশ্বাস বিদ্যালয়ের মাঠে প্রবেশ করেন।

এ সময় ভর্তি না করিয়েও তাঁর মেয়ে টিনার জন্য বই দাবি করেন তিনি। তাকে এ ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে বললে মারধর শুরু করেন। এ সময় তিনিসহ সহকারী শিক্ষক আকলিমা খাতুন ও সুফিয়া খাতুনও মারধরের শিকার হন।

জানতে চাইলে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল্লাহ বলেন, এ ঘটনায় তত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।


সর্বশেষ সংবাদ