সামান্যর জন্য প্রাণে বেঁচে গেল এতিমখানার ২৫ ছাত্র

  © সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সের ওয়ায়েসিয়া কামিল মাদ্রাসায় এতিমখানার বারান্দার ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

আহতদের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে দমকল কর্মী, উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা সেখানে ছুটে যান।

মাদ্রাসার প্রিন্সিপাল আতাউল করিম মুজাহিদ জানান, রাতে ফরাজীকান্দি ওয়ায়েসিয়া কামিল মাদ্রাসার এতিমখানার ছাত্ররা ১৬ ডিসেম্বরের কুচকাওয়াজে অংশগ্রহণের লক্ষ্যে নিজেদের মধ্যে সভা করছিল। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ তিন তলা ভবনের দ্বিতীয় তলার পশ্চিম অংশের বারান্দার ছাদের অংশ ধসে পড়ে।

এতে অন্তত ২৫ ছাত্র আহত হয়। মুজাহিদ জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর রয়েছে। ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। মাদ্রাসায় প্রায় আড়াইশ’ শিক্ষার্থী রয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভবনটি পুরোনো হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’


সর্বশেষ সংবাদ