থাপ্পড় দিয়ে ছাত্রের কানের পর্দা ফাটিয়ে দিলেন শিক্ষক

  © প্রতিকী ছবি

স্কুলের প্রধান শিক্ষকের থাপ্পড়ে এক শিক্ষার্থীর কানের পর্দা ফেটে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজিম শেখ (১৪) নামে ওই ছাত্র ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চরযশোরদী হাজী আবদুল মজিদ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এ ঘটনা ঘটান বলে অভিযোগে জানা গেছে।

আহতাবস্থায় আজিম শেখকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, সোমবার প্রধান শিক্ষক জাকির হোসেন বিদ্যালয় চলাকালীন আজিম শেখকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে ফেলেন। এসময় শারীরিক নির্যাতন করেন। ইতিপূর্বে রাকিব, শাকিলসহ একাধিক শিক্ষার্থীকে অনৈতিকভাবে শারীরিক নির্যাতন করেন বলেও অভিযোগ করেন তারা।

এ ছাড়া তার মুখের ভাষা অত্যন্ত অশালীন। প্রধান শিক্ষক জাকির হোসেন শিক্ষার্থীদের সঙ্গে বাজে ভাষা ব্যবহার করেন। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে, প্রধান শিক্ষকের অপসারণসহ শিক্ষার্থী নির্যাতনের বিচার চান তারা।

এ ঘটনায় বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারকে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, ‘আমার ভুল হয়েছে। বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছি।’

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসান মাহমুদ রাসেল বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’