রিশা হত্যা মামলার রায় আজ

  © ফাইল ফটো

রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন।

এর আগে পুলিশ আসামি হাজির করতে না পারায় রিশা হত্যা মামলার রায় পিছিয়ে যায়। মামলার রায়ের জন্য ১০ অক্টেবর নতুন তারিখ ধার্য করেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

তিন বছর আগের আলোচিত ওই হত্যা মামলায় বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি শেষে বিচারক জানিয়েছিলেন, ৬ অক্টোবর তিনি রায় ঘোষণা করবেন।

কিন্তু রায়ের জন্য নির্ধারিত দিন পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, পুলিশ সদস্যরা দুর্গা পূজার ডিউটিতে থাকায় এ মামলার একমাত্র আসামি ওবায়দুল হককে আদালতে আনা যায়নি। বিচারক কে এম ইমরুল কায়েশ এরপর রায়ের জন্য নতুন দিন ঠিক করে আদেশ দেন।

২০১৬ সালের ২৪ অগাস্ট দুপুরে স্কুলের সামনে ফুটব্রিজে রিশাকে ছুরিকাঘাত করা হয়। তার চার দিন পর হাসপাতালে মারা যায় ১৪ বছর বয়সী ওই ছাত্রী।


সর্বশেষ সংবাদ