পুলিশ আমার ভাবির শ্লীলতাহানি করেছে: আবরারের ভাই

আবরার ফায়াজ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
আবরার ফায়াজ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান  © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের ভাবির শ্লীলতাহানি করেছে পুলিশ বলে অভিযোগ করেছেন আবরারের ছোট ভাই আবরার ফায়াজ।

বুধবার কুষ্টিয়ায় নিজ বাড়িতে গণমাধ্যমের সাথে কথা বলার সময় এ অভিযোগ করেন তিনি। এসময় বুয়েটের ভিসি তাদের সাথে দেখা করতে আসেনি বলে জানান ফায়জ।

ফায়াজ বলেন, ভিসি আমাদের সাথে দেখা করতে তো আসলেই না বরং সে যখন ফিরে যাচ্ছিল, আমি তখন তার সাথে কথা বলতে গেলে তখন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার হাতের কনুই দিয়ে আমার বুকে আঘাত করেন এবং যেদিন আমার ভাইয়ের জানাজা হয় সেদিন জানাজার নামাজ দুই মিনিটের মধ্যে শেষ করতে বলেন।

এডিশনাল এসপি মোস্তাফিজুর রহমান এছাড়া সেখানে জানাযার নামাজের সময় আমার ভাবি সেখানে উপস্থিত ছিল তিনি আমার ভাবিকে পুলিশ দিয়ে মারছেন। পুলিশ আমার ভাবির শ্লীলতাহানি করেছে। এটা বাংলাদেশের কোন ধরনের পুলিশ।

অভিযোগের বিষয়ে জানতে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন ধরেননি।