পুলিশের মারধরে আহত ফায়াজের ভিডিও

বুয়েট ছাত্র আবরার ফাহাদের ছোটভাই ফায়াজকে মারধর করেছে পুলিশ। আজ বুধবার বুয়েট ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম আবরারদের বাড়ি কুষ্টিয়ায় গেলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় আবরারের ছোট ভাইসহ আহত হন তিনজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুয়েট ভিসি শুধুমাত্র আবরারের কবর জিয়ারত করতে পেরেছেন। তিনি আবরারের বাড়িতে ঢুকতে পারেননি। বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে বাধা দেন। এসময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এসময় আবরারের ছোট ভাই ফায়াজ, তার ফুপাতো ভাইয়ের স্ত্রী ও আরও একজন নারী আহত হন বলেও তিনি জানান।

জানা যায়, বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম আবরারের কবর জিয়ারত করে তার শোকাহত আত্মীয় স্বজনকে দেখতে বাড়ি দিকে রওনা দিলে গ্রামবাসী বাঁধা দেন। তাদের দাবি, আবরারের লাশ না দেখে এখন দাফন হওয়ার ২৪ ঘন্টা পর কবর জিয়ারত করতে আসলেন উপাচার্য। এছাড়া আবরারের হত্যাকারীদের বিচারের ক্ষেত্রেও উপাচার্য কোন পদেক্ষেপ নেয়নি। বরং হত্যাকারীদের আড়াল করতে বিভিন্ন নাটক সাজানোর চেষ্টাও হয় বলে জানায় তারা।

মূলত এইজন্য উত্তেজিত গ্রামবাসী উপাচার্যকে আবরারের পরিবারের সঙ্গে দেখা করতে দেয়নি। আজ মঙ্গলবার বিকাল ৫টার সময় আবরারের হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দিতে দিতে তাদের অবরুদ্ধ করে রাখে হাজারো গ্রামবাসী।

এসময় গ্রামের শিশু থেকে শুরু করে নারী-পুরুষ এমনকি বৃদ্ধরাও উপাচার্যের গাড়িবহরকে চতুর্দিক থেকে ঘিরে রাখে। এবং বুয়েট ছাত্র আবরারের হত্যার বিচার দাবি করে স্লোগান দেয়। ‘আবরারের হত্যাকারীদের ফাঁসি চাই’, ‘বিচার চাই চাই’ স্লোগানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। উত্তেজিত গ্রামবাসীর প্রতিবাদের মুখে উপাচার্যের সঙ্গে আসা কুষ্টিয়ার পুলিশ সুপার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।


সর্বশেষ সংবাদ